১০০ পাউন্ড ওজনের কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নগরের টাউনহলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথি, মসিকের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন মেয়র ইকরামুল হক টিটু।
এর আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন রেলস্টেশন মসজিদের খতিব মাওলানা রফিকুল আলম।
দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএইচএম লোকমান, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।