ময়মনসিংহের ভালুকায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- অজ্ঞাত রিকশাচালক (৪৫) ও পথচারী আনোয়ার হোসেন (৫৫)।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ভালুকাগামী বালুবোঝাই একটি ট্রাক ভালুকা বাসস্ট্যান্ডের সামনে ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রিকশা ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।
পরে ঘাতক ট্রাক ও মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।