‘শেখ হাসিনা নেতৃত্ব না দিলে দেশ আফগানিস্তানে পরিণত হতো’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 10:28:05

শেখ হাসিনা নেতৃত্ব না দিলে দেশ আফগানিস্তানে পরিণত হতো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত ‘মিডিয়ায় নারী নেতৃত্বের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গত ৪৯ বছরে যা ঘটেছে তা থেকে শেখ হাসিনার অবদান সরিয়ে নিলে এক ভয়াবহ চিত্র ফুটে উঠবে আমাদের সামনে। যদি শেখ হাসিনা নেতৃত্ব না দিতেন, তাহলে আজ বাংলাদেশ তালেবান শাসিত আফগানিস্তানে পরিণত হতো।

তিনি আরও বলেন, আগে বাংলাদেশে যত নারী সাংবাদিক ছিলেন এখন তার দ্বিগুণ হয়েছে। যে কোনো ক্ষেত্রে যদি ৫ জনের ক্ষেত্রে ৪ জন পুরুষ ১ জন নারী আবেদন করেন তাহলে আমাদের প্রধানমন্ত্রী ১ জন নারীকেই নিতে বলেন। নারীদের যদি আলাদা গুরুত্ব, আলাদা স্পেস না দেওয়া হতো তাহলে আমরা এত দূর এগিয়ে আসতে পারতাম না। নারী পুরুষের মধ্যে আমরা ভেদাভেদ রাখতে চাইনা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ডিক্যাবের সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সুইডেনের রাষ্ট্রদূত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর