গোপালগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-09-01 16:51:25

গোপালগঞ্জ সদরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লার (মহর আলী) দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে জেলার উলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ওই মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লার দাফনের আগে গোপালগঞ্জ পুলিশ লাইনের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, উলপুর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসান বাবুল, সাবেক চেয়ারম্যান এম মাসুদ আলী স্বপন, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল সোমবার দুপুর ১.৩০ টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মহর আলী ১৯৭১ সালে ভারতে টেনিং শেষ করে যশোর সীমান্ত দিয়ে প্রথম বাংলাদেশে প্রবেশকারী মুক্তিযোদ্ধা। ৯ নম্বর সেক্টরের অধীনে খুলনা শহরে পাক বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধে অংশ নেন।

 

এ সম্পর্কিত আরও খবর