বিদেশি পাখির ক্ষেত্রে ‘পোষা পাখি’ আইন কার্যকর না করার দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 02:14:00

খাঁচায় জন্ম নেওয়া ও বিদেশি পাখির ওপর ‘পোষা পাখি’ আইন কার্যকর না করার দাবি করেছে তিনটি সংগঠন।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এভিয়ান কমিউনিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, বন অধিদপ্তর তাদের মন্ত্রণালয়ের মাধ্যমে গোপনে বিধিমালাটি পাস করিয়ে নেয়। এতে সকল পাখি পালনকারীরা ভয়ে আছেন।

তিনি আরও বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখি পালনে যে বিধিমালা করা হয়েছে, তার চেয়ে আরও কঠোর বিধিমালাকে আমরা সমর্থন করি। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম ধরে খাঁচায় জন্ম নেওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও শুল্ক পরিশোধ করে আমদানিকৃত বৈধ খাঁচার পোষা পাখি লালন পালন ও প্রজনন সম্পূর্ণরূপে বৈধ।

তিনি বলেন, খাঁচায় জন্ম নেওয়া পাখির ক্ষেত্রে এ বিধিমালা কার্যকর না করার দাবি জানাচ্ছি। আর এ বিষয়ে আমরা বন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠিও প্রেরণ করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এক্সোটিক বার্ডস ব্রিডার্স অ্যসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাজেদুল হক, এভিকালচারাল সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. মো. আমজাদ চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর