বরিশালে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে চলছে ভোটগ্রহণ

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 11:51:50

বরিশাল: ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বিশৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে বরিশালে ভোটগ্রহণ। সোমবার (৩০ জুলাই) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার ১ ঘণ্টা পর থেকে নগরীর প্রায় প্রতিটি কেন্দ্রে মেয়র প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এছাড়াও নগরীর ১৭ নং ওয়ার্ডে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেয়া এবং সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ধাওয়া-পাল্টা-ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটেছে।

এদিকে ভোটগ্রহণ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেন, ‘১২৩টি কেন্দ্রের প্রায় অধিকাংশ ভোট কেন্দ্রে তাদের এজেন্টদের ঢুকতে দেয়নি। এছাড়াও ভোটের ব্যালট পেপার ছিনিয়ে নেয়াসহ নানা ঘটনা ঘটেছে। ভোট কেমন হচ্ছে সেটা আপনারাই দেখছেন।’

অন্যদিকে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারাও স্বতর্স্ফূতভাবে ভোট দিতে এসেছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশনে এবারের ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ১ লাখ ২০ হাজার ৭৩০ জন।

এ সম্পর্কিত আরও খবর