জনসমাগম এড়িয়ে মুজিব বর্ষ উদযাপন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 15:53:55

করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে মুজিব বর্ষের অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো আপাতত পিছিয়ে দেয়া হয়েছে। তবে ঘরে বসে দেশবাসী টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুজিব বর্ষের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিব বর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার (৯ মার্চ) সাংবাদিকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির এক যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে যে আগামী ১৭ মার্চ ‍মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দেশে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানটি পুনর্বিন্যাস করা হয়েছে।

তিনি বলেন, ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব বর্ষের যে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল, সেটিও পুনর্বিন্যাস করা হয়েছে। যেহেতু ১৭ মার্চ এর মূল অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা দাওয়াত দিয়েছিলাম তাই জন্মশতবার্ষিকী পুনর্বিন্যাস এর সিদ্ধান্তটি আমরা সোমবার (৯ মার্চ) চিঠি দিয়ে তাদেরকে জানিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, চিঠিতে আমরা বলেছি যে তাই ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানটির নতুন সময় নির্ধারিত হলে আমরা তাদেরকে জানিয়ে দেব। আমরা আশা করছি যে, পুনর্বিন্যাস অনুযায়ী আমরা যে তারিখ নির্ধারণ করব, সে সময়েও ভারতের প্রধানমন্ত্রী আসবেন।

এ সম্পর্কিত আরও খবর