করোনা মোকাবিলায় জেলা-উপজেলায় কমিটি: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 23:51:49

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, নার্স ও ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন বড় আকারে করা হচ্ছে। চারটি দেশে ভিসা রেস্ট্রিকশন করা হয়েছে। ইতালি, কোরিয়া, চীন এবং ইরান থেকে যারা আসবেন তাদের বিশেষ পর্যবেক্ষণে নেওয়া হবে।

বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো যেন পরিহার কিংবা সীমিত পরিসরে করা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক এবং অন্যান্য জিনিসের দাম যাতে, না বাড়ে সে বিষয়ে নজর রাখা হচ্ছে- যোগ করেন মন্ত্রী।

তিনি বলেন, স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চলবে। আপাতত স্কুল বন্ধ হবে না। তবে শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হবে। এ ভাইরাস নিয়ে মানুষ যতটা আতঙ্কিত আসলে বিষয়টা এতো আতঙ্কের নয়। ঢাকায় ৪০০ বেড প্রস্তুত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর