‘করোনা প্রতিরোধে সারাদেশে পোস্টার-ব্যানার বিতরণ’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 20:39:29

করোনা প্রতিরোধে সারাদেশে আগামী ২০ দিনের মধ্যে সচেতনতামূলক পোস্টার-ব্যানার বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৯ মার্চ) বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস সংক্রান্ত এক বৈঠকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি নিয়েছি। আমরা এয়ারপোর্টে ৬টা স্ক্যানার বসিয়েছি। আমরা তিনটি কমিটি করেছি, জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে।

আমরা সকল প্রটেক্টিভ কেয়ারের ব্যবস্থা নিয়েছি। কোরিয়া, ইরান, ইতালি ও চীন থেকে যারা আসছে তাদেরকে বিশেষভাবে পর্যবেক্ষণ করব। জনসমাগম হয় এমন প্রচার, সভা যেন কম হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এ ভাইরাস নিয়ে যতটা আতঙ্কিত আসলে বিষয়টা এতো আতঙ্কের নয় এবং রিউমার (গুজব) যেন না ছড়ায় এজন্য আমাদের যত্নশীল হতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হবে। স্কুল স্বাভাবিকভাবে চলবে। আপাতত স্কুল বন্ধ হবে না বলে জানান মন্ত্রী। 

এ সম্পর্কিত আরও খবর