'নারীরা এগিয়ে আসলেই বাংলাদেশ এগিয়ে যাবে'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 15:37:08

নারীরা এগিয়ে আসলেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) ডিএমপি ও ঢাকা রেঞ্জ সমন্বয় সভা ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের পদচারণ এবং সব ক্ষেত্রেই নারীদের ভূমিকা পুরুষের চেয়ে কম নয়। একজন নারী শুধু কর্মক্ষেত্রেই ভূমিকা রাখেন না বরং পরিবারের সবকিছুই দেখাশোনা করেন।

বিপিডব্লিউএন'র ডিএমপি ও ঢাকা রেঞ্জ সমন্বয় সভা ও কর্মশালা

কমিশনার আরো বলেন, কর্মক্ষেত্রে নারী পুলিশের কাজ করা একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়েই প্রতিটি ক্ষেত্রে সফলতার সাথে কাজ করছে নারী পুলিশ। বাংলাদেশ নারী পুলিশ এখন দেশের সীমানা ছাড়িয়ে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে প্রশংসনীয় ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার ও সভাপতি বিপিডব্লিউএন আমেনা বেগমসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদ-মর্যাদার কর্মকর্তাগণ।

এ সম্পর্কিত আরও খবর