খুলনার ‘রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্স’র মালিকসহ দু’জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে খুলনার শামছুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্লিনিকের মালিক কল্যাণ সরকারকে ৭ দিন ও কেয়ারটেকার অরূপ কুমার সরকারকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন ও মিজানুর রহমান এ অভিযান চালান।
২০১৭ সালে এই ক্লিনিকটির লাইসেন্স নবায়ন মেয়াদ শেষ হয় বলে এ অভিযান পরিচালনা করা হয়।