খুলনায় ৩৯ লাখ টাকার জাল নোটসহ এস এম মামুন (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গ্রেফতারকৃত এসএম মামুন বাগেরহাটের পাইকগাছা এলাকার এসএম মতবেলের ছেলে। জব্দকৃত টাকাগুলোর সবই ১ হাজার টাকার নোট।
এ ঘটনায় লবনচরা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।