খুলনায় দুর্বৃত্তদের লাঠির আঘাতে আল ফায়েদ (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শুভ (১৮) নামে আরো ১ ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় নেওয়ার পথে ফায়েদের মৃত্যু হয়। নিহত ফায়েদ চাঁনমারী এলাকার শওকত আলমের ছেলে
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে নগরীর চাঁনমারী বাজার এলাকায় সিনিয়র-জুনিয়র নিয়ে দু’পক্ষের বিবাদের জের ধরে ফায়েদের মাথায় লাঠি দিয়ে ও শুভকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। শুভ আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তারা দু’জনই বিকে ইউনিয়ন স্কুলের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে হাসিব নামে একজনকে আটক করেছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, রোববার রাতে প্রতিপক্ষের হামলায় চাঁনমারি এলাকায় স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে ১ জন আটক আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।