খুলনায় বালুবাহী ট্রাকচাপায় রাজমিস্ত্রি এনামুল কবীর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে লবণচরা থানার দারোগার লিজ এলাকায় এ ঘটনা ঘটে। একই এলাকার বাসিন্দা নিহত এনামুল কবীর।
নিহতের স্ত্রী হোসনেয়ারা জানান, ফজরের নামাজ পড়ে কাজে যাবার সময় একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দেয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রাজমিস্ত্রি এনামুল সাইকেল যোগে যাওয়ার সময় বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।