খুলনার রূপসা উপজেলার পালেরবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষক ইমদাদুল মল্লিকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য মজিদ হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা ধর্ষক ইমদাদুল মল্লিকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা প্রদান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের দাবি জানান। বক্তারা স্থানীয় প্রশাসনের উদাসীনতার চরম নিন্দা জানান।
উল্লেখ্য, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শ্রীফলতলা ইউনিয়নের বক্কার হুজুরের বাড়ির পাশ দিয়ে যাবার সময় এক স্কুলছাত্রীকে অপহরণ করে পার্শ্ববর্তী স্থানে নিয়ে ধর্ষণ করে ইমদাদুল মল্লিক নামে এক বখাটে। ইমদাদুল মল্লিক শ্রীফলতলা ইউনিয়নের ইদ্রিস মল্লিকের ছেলে।