সাঈদ খোকনের এপিএসসহ তিনজনকে দুদকে জিজ্ঞাসাবাদ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 01:26:39

ক্যাসিনো কান্ডে সম্পৃক্ততা, জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের এপিএস আবুল কালাম আজাদ, ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান সাজ্জাদুল ইসলাম ও টাঙ্গাইল-ঘাটাইল উপজেলার খাদ্য পরিদর্শক খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাগণ অভিযুক্ত তিন জনকে একই সময়ে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

সাঈদ খোকনের প্রধান এপিএস আবুল কালাম আজাদের বিরুদ্ধে ক্যাসিনো কান্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর আগে একই অভিযোগে গত ২১ জানুয়ারি সাঈদ খোকনের এপিএস-২ শেখ কুদ্দুসকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি।

এদিকে ক্যাসিনো কাণ্ডে অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে দ্বিতীয় দিনের মতো রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

এ সম্পর্কিত আরও খবর