খুলনায় মিনিবাসের চাপায় হারুনুর রশিদ হাওলাদার নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার আড়ংঘাটা দক্ষিণ বাইপাস সড়কের লতার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন রায়ের মহল বড় মসজিদ এলাকার ইকরাম আলীর ছেলে। সে ভ্যানে করে পেঁয়াজ রসুন বিক্রি করতো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে আড়ংঘাটা দক্ষিণ বাইপাসের লতার মোড়ের ছোট রোড থেকে মূল সড়কে দ্রুতগতিতে ভ্যান চালিয়ে ওঠার সময় একটি মিনিবাস ভ্যান চালককে চাপা দেয়। এ সময় ভ্যানচালকের মাথার ওপর দিয়ে বাসের পেছনের চাকা উঠে যায়। এতে ভ্যানচালকের মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়।
আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) দেবাশীষ রায় বলেন, মিনিবাসের ধাক্কায় ভ্যান চালক হারুনুর রশিদ হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি মিনিবাস তাকে ধাক্কা মেরে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুমেকে পাঠানো হয়েছে। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি।