করোনা: সরকারি হাসপাতালগুলোতে খোলা হচ্ছে আইসোলেশন ইউনিট

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:57:31

চীনে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির অন্তত ৮০ জন মারা গেছেন। চীনা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এতে আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার। তবে এ সংখ্যা প্রায় ৯০ লাখ হবে বলে দাবি করছেন অনেকে। জাপান, কানাডা, নেপালসহ কয়েকটি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। বাংলাদেশ এর বাইরে নয়।

তাই করোনাভাইরাস আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি হিসেবে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে অবিলম্বে আইসোলেশন ইউনিট খোলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নির্দেশনা দেন স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

সেই সঙ্গে দেশের সব স্থল ও নৌবন্দরে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষাসহ সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিনি।

প্রথম পর্যায়ে দেশের আট বিভাগীয় জেলাগুলোর সদর ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এ ইউনিট খোলা হবে বলেও জানানো হয় এ সময়।

 

 

এ সম্পর্কিত আরও খবর