আইসিজের আদেশ মানবতার বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 02:40:20

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে কয়েকটি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন।

আইসিজেতে অন্তর্বর্তী আদেশপ্রাপ্তিকে মানবতার জন্য একটি বিজয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সমস্ত মানবাধিকারকর্মীদের জন্য এটি একটি মাইলফলক বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুদূর ইকুয়েডর থেকে আইসিজের সিদ্ধান্তের ওপর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, গাম্বিয়া, ওআইসি, রোহিঙ্গা এবং অবশ্যই বাংলাদেশের জন্য এটি একটি বিজয়। বিশ্ব মানবতার জননী শেখ হাসিনার মঙ্গল হোক।

তিনি বলেন, আইসিজে সর্বসম্মত রায় দিয়েছেন, বিচারকরা (১৫ বিচারকের সবাই) অন্তর্বর্তীকালীন চার অনুরোধ গ্রহণ করেছেন। মিয়ানমারকে গৃহীত ব্যবস্থাগুলো নিশ্চিত করে ৪ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। তার পর ৬ মাস অন্তর কী করা হয়েছে তারও প্রতিবেদন দিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদালত রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেছেন এবং মিয়ানমারের দাবিও প্রত্যাখ্যান করেছেন। মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও নৃশংসতা বন্ধ করতেও বলেছেন। এই নির্দেশের ফলে আশা করি বিশ্বে জাতিগত শুদ্ধি ও গণহত্যার পুনরাবৃত্তি বন্ধ হবে।

 

এ সম্পর্কিত আরও খবর