কর্মস্থলের নিরাপত্তাসহ ১২ দফা দাবি নির্মাণ শ্রমিকদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 15:59:24

নির্মাণ শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, কর্মস্থলে নিহত শ্রমিককে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১২ দফা দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)।

শনিবার (১৮ জানুয়ারি) প্রেসক্লাবের সামনে ইনসাব'র উদ্যোগে নির্মাণ শ্রমিকদের দাবি দিবস পালন করা হয়।

ইনসাবের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে কমপক্ষে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পর্যাপ্ত ক্ষতিপূরণ, বাসস্থান, পেনশন স্কিমসহ আমাদের এই ১২টি ন্যায্য দাবি যেন অতি শীঘ্রই মেনে নেওয়া হয়।

সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশে নির্মাণ শিল্পে কর্মরত ৩৫ লাখ নির্মাণ শ্রমিকসহ বিদেশে কর্মরত রয়েছে লক্ষাধিক নির্মাণ শ্রমিক। নির্মাণ শ্রমিকদের এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেই চলেছে। আমাদের কর্মস্থলের নিরাপত্তা নেই বললেই চলে। নির্মাণ শিল্পে মালিকের অতি মুনাফার কারণে নির্মাণ শ্রমিকদের কর্মস্থল এখন মরণস্থল হিসেবে পরিণত হয়েছে। তাই আমাদের আহ্বান শ্রম মন্ত্রণালয় যেন আমাদের দাবিগুলো মেনে নেয়।

দাবি দিবসে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ ওয়াজেদুল ইসলাম খানসহ ইনসাবের কেন্দ্রীয়, বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর