গণপূর্তের প্রকৌশলী মোসলেহসহ দু’জনকে দুদকে জিজ্ঞাসাবাদ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 12:59:12

ক্যাসিনো ব্যবসায় জড়িত থেকে শত শত কোটি টাকা অর্জন ও পাচারের অভিযোগে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দীন আহমেদসহ দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে মোসলেহ উদ্দিন রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে যান। একই অভিযোগে এম জামাল অ্যান্ড কোম্পানির মালিক মো. জামাল উদ্দিনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ দপ্তর।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দুদক বলছে, মোসলেহ উদ্দিন ও জামাল বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া (জি কে) শামীমের সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে পরিচিত। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকৌশলী ও ঠিকাদারদের যোগসাজশে ক্যাসিনো ব্যবসায় জড়িত থেকে শত শত কোটি টাকা অর্জন ও পাচারের অভিযোগ রয়েছে মোসলেহের বিরুদ্ধে।

এ সম্পর্কিত আরও খবর