অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবে

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 20:27:46

বাংলাদেশে বিদায়ী অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবল্ট বলেছেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবে।

বুধবার (১৫ জানুয়ারি) হাইকমিশনার তার বাংলাদেশ কার্যভার শেষ করার পর বিদায়ী বার্তায় স্বামী পিটার শ্যাননের সঙ্গে বলেন, ‘অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দুর্দান্ত বন্ধু।’

তারা সাড়ে তিন বছরের বন্ধুত্ব এবং আতিথেয়তার জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানান।

বার্তায় বলা হয়, অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে উন্নয়ন, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, সহিংস উগ্রবাদ মোকাবেলা ও প্রতিরোধ, মানবাধিকার, শিল্প ও সংস্কৃতি প্রচারে কাজ করবে।

বাংলাদেশ বর্তমানে এগারো লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। রাখাইন রাজ্যে মূলত-মুসলিম জাতিগত সংখ্যালঘুদের ওপর সামরিক নির্যাতনে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়।

বিদায়ী বার্তায় তারা ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।  

এ সম্পর্কিত আরও খবর