গণপূর্তের প্রকৌশলীসহ ২ ঠিকাদারকে দুদকে তলব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:52:22

জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন, বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম সঙ্গে যোগ সাজসে সরকারি কাজের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিনসহ ২ ঠিকাদারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ জানুয়ারি) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত পৃথক তিনটি নোটিশে তাদের তলব করা হয় বলে জানিয়েছে দুদকের জনসংযোগ দফতর।

দুই ঠিকাদার হলেন- রেজাউন মোস্তাফিজ ও এম জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মোঃ জামাল উদ্দিন।

নোটিশে বলা হয়েছে, গ্রেফতার হওয়া ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য প্রকৌশলী মোসলেহ উদ্দিনসহ ঠিকাদার রেজাউন মোস্তাফিজ এবং মোঃ জামান উদ্দীনকে ১৬ জানুয়ারি ২০২০ সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর