অসদাচরণের দায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 05:51:54

অসদাচরণের দায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মঞ্জু মনোয়ারাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, উধ্বর্তন কর্মকর্তাদের প্রতি উদ্ধত আচরণের এবং সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি ক্রমাগত দুর্ব্যবহারের কারণে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স্বাক্ষরিত আদেশ

আদেশে আরও বলা হয়, কর্মস্থলে মঞ্জু মনোয়ারার নানাবিধ অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, সরকারি চাকরির শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি উদ্ধত আচরণ এবং অন্যান্য সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীদের প্রতি ক্রমাগত দুর্ব্যবহার চরম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

এছাড়া জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস ও মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে কর্মরত থাকার সময়ও তিনি মিশনের কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করেন বলে উল্লেখ করা হয় বরখাস্তের আদেশে।

মঞ্জু মনোয়ারা বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর