দেশে বিয়ার সহজলভ্য করতে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 11:47:29

দেশে মাদকের প্রভাব কমাতে বিয়ার সহজলভ্য করার পরামর্শ দিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, চীন একটি আফিমখোরের দেশ ছিল। আফিম খেয়ে চীনের লোকজন দিনের পর দিন ঘুমিয়ে থাকতো। সেখান থেকে মাও সেতুং টেনে নিয়ে চীনকে আজকে কোথায় নিয়ে গেছেন। আমরাও পারব মাদককে রুখে দিয়ে সোনার বাংলা গড়তে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাইয়ের মতো বাংলাদেশেও ড্রিংক, বিয়ার সহজলভ্য করতে হবে। তাহলে মাদকের প্রভাব কমে যাবে।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সম্পর্কিত আরও খবর