মাদকের বিস্তার রোধে হটলাইন চালু আজ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 18:49:18

মাদকের বিস্তার রোধে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে একটি হটলাইন সেবা চালু করতে যাচ্ছে।

দেশের যে কোনো প্রান্ত থেকে ০১৯০৮৮৮৮৮৮৮ নম্বরের এই হটলাইনে ফোন করে মাদক সম্পর্কে যে কোনো রকম তথ্য জানাতে পারবে সাধারণ মানুষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে এই বিশেষ হটলাইনের কার্যক্রম শুরু হচ্ছে। এই হটলাইনের মাধ্যমে সাধারণ মানুষ একদিকে যেমন নিজেরা সহযোগিতা পাবেন তেমনি মাদক নিয়ন্ত্রণে সংস্থাটিকে সাহায্য করতে পারবেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) জামাল উদ্দীন আহমেদ বলেন, আজ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। এবারে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’। এছাড়া মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকরী ভূমিকা পালন করার জন্য আমরা জনগণের সংশ্লিষ্টতা কামনা করছি। তাই আজ থেকে চালু হচ্ছে আমাদের বিশেষ হটলাইন।

এ সম্পর্কিত আরও খবর