রাজশাহীতে জেএসসিতে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-26 04:33:09

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা। প্রকাশিত ফলাফলে বোর্ডে ছাত্রীদের পাসের হার ৯৪ দশমিক ৮৭ শতাংশ। আর ছাত্রদের পাশের হার ৯৩ দশমিক ৩০ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এগিয়ে মেয়েরাও। বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৭৮ জন। যার মধ্যে ছাত্রী ৯ হাজার ২০০ এবং ছাত্র ৭ হাজার ২৭৮ জন।অর্থাৎ ছাত্রদের চেয়ে ২ হাজার ৭৮ জন বেশি ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক দেবাশীষ রঞ্জন রায় জানান, ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২ লাখ ৫৮ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে উপস্থিত ছাত্রের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭১৫ জন ও ছাত্রীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৭১ জন। সব বিষয়ে পাসকৃত ছাত্রীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার আর ছাত্রের সংখ্যা ১ লাখ ১৭ হাজার জন।

আরও পড়ুন: রাজশাহী বোর্ডে জেএসসিতে পাসের হার ৯৪ শতাংশ

এদিকে, বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে শীর্ষে জয়পুরহাট। জেলায় পাসের হার ৯৭ দশমিক ৫৫ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে বগুড়া জেলা। জেলা থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৯৫ দশমিক ২৪ শতাংশ পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৯৪ জন।

এছাড়া রাজশাহী জেলায় পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ, নওগাঁয় ৯৩ দশমিক ০৯ শতাংশ, পাবনায় ৯৩ দশমিক ৪০ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৯২ দশমিক ৮৩ শতাংশ, সিরাজগঞ্জে ৯২ দশমিক ৫৮ শতাংশ। পাশের হারে সবচেয়ে পিছিয়ে নাটোর। জেলায় পাসের হার ৯০ দশমিক শূন্য ৮ শতাংশ।

এদিকে, জেলাভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে বগুড়া। জেলায় ১ হাজার ৮৯৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া রাজশাহীতে ১ হাজার ১৭৪ জন, সিরাজগঞ্জে ১ হাজার ১৩০ জন, পাবনায় ৯৩০ জন, নওগাঁয় ৮৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৭৯ জন, জয়পুরহাটে ৩৯৬ জন এবং নাটোরে ৩৯২ জন জিপিএ-৫ পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর