‘পদ্মা সেতুতে প্রতি মাসে বসবে ৩টি স্প্যান’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 21:37:37

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামীকাল (৩১ ডিসেম্বর) পদ্মা সেতুতে বসছে ২০ তম স্প্যান। তাছাড়া এখন থেকে প্রতি মাসেই পদ্মা সেতুতে তিনটি করে স্প্যান বসানো হবে। যদি আবহাওয়া আমাদের অনুকূলে থাকে। স্প্যান বসানোর কাজ ২০২০ সালের জুলাই মাসের মধ্যে শেষ হবে।’

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বনানী সেতু ভবনের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৫ শতাংশ। এর মধ্যে মূল সেতুর কাজ ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং সেতু সংলগ্ন সড়কের কাজ ৬৬ শতাংশ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময়ের আগে পদ্মা সেতুর কাজ শেষ হতে পারে।’

এ সময় মন্ত্রী কর্ণফুলী টানেল প্রসঙ্গে বলেন, ‘চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেলের কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে।’

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘জাপানের সহযোগিতায় যেসব প্রজেক্টগুলো চলছে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাপানের সঙ্গে যেসব কাজ হয়েছে সেগুলো সময় মতো হয়ে গেছে। ভবিষ্যতে তাদের সাথে আরো কাজ হবে আমরা আশা করি।’

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে আমরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার বিষয়টি বেশি জোর দিচ্ছি। কারণ এটি একটি পর্যটন নির্ভর এলাকা।’

এ সম্পর্কিত আরও খবর