‘আমার নেত্রী যা ভালো মনে করেছেন, খুশি মনে মেনে নিয়েছি’

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 04:41:13

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আমার নেত্রী আমার জন্য যা ভালো মনে করেছেন, তাই করেছেন। আমি খুশি মনে মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সহযোগিতা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নেত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানাব, তাছাড়া আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য রয়েছে। আমার মুরব্বিদের সঙ্গে আলাপ করে জানাব। তাছাড়া যেহেতু আমি পূর্ণমন্ত্রীর মর্যাদার মেয়র, তাই আমার অনেক কিছুই আইন কানুন মেনে বলতে হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের মেয়র সেলে মনোনয়ন বঞ্চিত এ মেয়র আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি। রাজনীতিতেই বাবাকে আমি হারিয়েছি। বাবার অনুপস্থিতিতে আমার নেত্রী শেখ হাসিনাই আমার অভিভাবক। বলেছিলাম, নেত্রী আমার জন্য যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন। তিনি যেটা ভালো মনে করেছেন, আমর জন্য সেটাই করেছেন। আমি খুশি মনে বলতে চাই আলহামদুলিল্লাহ। সমস্ত প্রসংশা মহান রাব্বুল আলামিনের। রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, সমস্ত ক্ষমতা ও কর্তৃত্ব মহান রাব্বুল আলামিনের।’

আপনাকে এবার মনোনয়ন না দেওয়ার পেছনে কারণ কি হতে পারে বলে মনে করেন? এমন প্রশ্নে মেয়র খোকন বলেন, ‘আমার অভিভাবক আমার নেত্রী। তিনি আমার জন্য যেটা ভালো মনে করেছেন, করেছেন। আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করি মহান রাব্বুল আলামিনের দরবারে। আমি খুশি।’

দক্ষিণ সিটি করপোরেশনে কি পরিমাণ প্রকল্প বা কাজ চলমান আছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকি। সে অনুযায়ী আগামী ১৭ মে আমাদের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ সময়টুকু পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। বিশেষ করে জল-সবুজের ঢাকা যে প্রকল্পটি আছে, আমাদের অনেক চমৎকার চমৎকার খেলার মাঠ, সেগুলো ৮০-৯০ শতাংশ কাজ হয়ে গেছে, আশা করি, আগামী মাস তিনেকের মধ্যে জল-সবুজে ঢাকা প্রকল্প শেষ করতে পারব। এছাড়া আরো কিছু প্রকল্প রয়েছে, এগুলো এ সময়ের মধ্যে শেষ হয়ে আসবে। আরও কিছু প্রকল্প রয়েছে, যেগুলো সময়সাপেক্ষ ব্যাপার। বেশ কিছু কমিউনিটি সেন্টার, বেশ কিছু ফেসিলিটিস দেওয়া মাল্টি কমপ্লেক্স রয়েছে, আমরা সেগুলোর কাজ এগিয়ে নিয়ে যাব।’

‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে যে মেয়র আসবেন, ইনশাল্লাহ বাকি কাজগুলো তিনি সমাপ্ত করবেন। একজনের পক্ষে তো সমস্ত কিছু হয় না, কিছু প্রক্রিয়াধীন থাকে। আমি শুরু করে দিয়ে গেলাম, কিছুটা কাজ আমি করে দিয়ে গেছি, বাকি কাজ যিনি আসবেন, তিনি করবেন। এভাবেই আমাদের শহর এগিয়ে যাবে, এভাবে আমাদের দেশ এগিয়ে যাবে,’ যোগ করেন খোকন।

তিনি বলেন, ‘আমরা একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পেরেছি। নতুন মেয়র এ ধারা অব্যাহত রাখবেন। আমার সার্বিক সহযোগিতা তার প্রতি থাকবে। এ শহরবাসীকে নিয়েই ইনশাল্লাহ একটি চমৎকার ঢাকা গড়ে তুলব।’

মেয়র হিসেবে নিজেকে কতটা সফল মনে করেন? এমন প্রশ্নের জবাবে খোকন বলেন, ‘দেখুন, আমরা একটি ইতিবাচক পরিবর্তনের ধারা সূচনা করেছি এবং সেদিক থেকে মৌলিক সমস্যাগুলা আমি সমাধান করতে পেরেছি। আমি অনেকটাই সফল হয়েছি। আমি মানুষ, ফেরেস্তা না। ভুলভ্রান্তি থাকতে পারে। ১০টা কাজ করি, সবই যে সঠিকভাবে করতে পেরেছি, এমন কিন্তু না। ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে আগামীতে যিনি আসবেন, আমি তাকে সাহায্য করব। ভুল থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে যাব।’

এ সম্পর্কিত আরও খবর