'ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে হবে'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-10 03:42:07

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, 'বিদেশে গেলে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি না। নির্ধারিত জায়গায় ময়লা আবর্জনা ফেলি। বিদেশে আমরা ঠিকই নিয়ম মানি, কিন্তু দেশে মানি না। তাই যথাযথ স্থানে ময়লা আবর্জনা ফেলে রাজধানী ঢাকাকেও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হবে।'

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের রজত জয়ন্তী-২০১৯ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উত্তরের মেয়র আরো বলেন, 'আজকের এই দিনে আমরা একাত্মতা গ্রহণ করি। আমরা নগরীর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না। সকলে মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন একটি সুন্দর দেশ গড়ে তুলবো।'

রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, 'শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আমাদের সমাজের অসহায় গরীব, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। অর্থাৎ মানুষের সেবায় এগিয়ে আসতে হবে তাহলেই ভালো মানুষ হওয়া সম্ভব।'

এসময় নগরবাসীকে সচেতন করে মেয়র বলেন, 'আমাদের দেশে সুনাগরিকের বড়ই অভাব রয়েছে। তাই সুনাগরিক হিসেবে সবাই ট্রাফিক আইন মেনে চলুন। যত্রতত্র রাস্তা পারাপার না হয়ে ফুট ওভারব্রিজ ব্যবহার করুন। একজন সুনাগরিক হিসেবে আপনার নগরী ও দেশকে ভালবাসুন।

এ সম্পর্কিত আরও খবর