খোকনকে নির্বাচনী প্রচারণায় নামতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 04:11:44

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ সাঈদ খোকনকে অবিলম্বে নির্বাচনী কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সাঈদ খোকনকে গণভবনে ডেকে নিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বার্তা২৪.কমকে এ খবর নিশ্চিত করেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন নিজেই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে কনফার্ম করে দিয়েছেন’।

এরআগে দুপুরে টানা দ্বিতীয়বারের মতো ডিএসসিসির মেয়রপ্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন ফরম নেন সাঈদ খোকন। এ সময় তিনি অশ্রুসজল চোখে, আবেগাপ্লুত কণ্ঠে ঢাকাসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ‘আজকে রাজনীতিতে আমার জন্য একটু কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময়ে প্রিয় দেশবাসী, ঢাকাবাসী আমার জন্য দোয়া করবেন।’

এদিকে ডিএসসিসি’র নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। 

এ সম্পর্কিত আরও খবর