বলয়গ্রাস সূর্যগ্রহণ, দেখা যাচ্ছে বাংলাদেশে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 15:52:31

বছরের শেষ সূর্যগ্রহণ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশে শুরু হয়েছে সকাল ৯টা ১৩ মিনিটে যা শেষ হবে বেলা ১২টা ৫ মিনিটে ।

বলয়গ্রাস এই সূর্যগ্রহণকে বিজ্ঞানীরা বলেন ‘রিং অব ফায়ার’।

বলয়গ্রাস এই সূর্যগ্রহণকে বিজ্ঞানীরা বলেন ‘রিং অব ফায়ার’/ছবি: মানজারুল ইসলাম

বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে সূর্যগ্রহণ। এই বিরল দৃশ্য দেখতে শিশুসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ ভিড় জমিয়েছেন রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে।

চলছে বলয়গ্রাস সূর্যগ্রহণ/ছবি: সুমন শেখ

সকাল বেলা পূর্ব আকাশে দেখা যায় চাঁদ আস্তে আস্তে সূর্যকে যেনো গিলে ফেলছে। বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় তা দেখতে রক্তাক্ত আংটির মতো দেখাবে।

চাঁদ এ সময় সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলে/ছবি: মানজারুল ইসলাম

আবহাওয়া অধিদফতর বলছে, আকাশ পরিষ্কার না থাকলেও বাংলাদেশে সূর্যগ্রহণ আংশিক দেখা যাচ্ছে।

চাঁদ আস্তে আস্তে সূর্যকে গিলে ফেলছে/ছবি: সুমন শেখ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গবেষকরা সতর্কতা হিসেবে বলছেন, সূর্য যখন পুরোপুরি ঢাকা থাকে (পূর্ণগ্রহণ), তার চেয়ে যখন আংশিক ঢাকা থাকে তখন সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে প্রতিরোধী বিশেষ চশমা চোখে দিয়ে সূর্যগ্রহণ দেখা যেতে পারে।

ঢাকার আকাশে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাচ্ছে/ছবি: সুমন শেখ

কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে আটটা থেকে গতিপথ ফিলিপিন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকে। সর্বোচ্চ গ্রহণ ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। গতিপথ মালাক্কা প্রণালীতে রুপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক। এ সময় সর্বোচ্চ মাত্রা শূন্য দশমিক ৯৬৯।

এ সম্পর্কিত আরও খবর