এনআরবি ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:57:29

ভুয়া গ্রাহক ও ঋণ প্রদানের মাধ্যমে ৫ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৮৬১ টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি ব্যাংক লিমিটেডের সাবেক-বর্তমান কর্মকর্তা ও দুই গ্রাহককে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে পারস্পরিক যোগসাজশে অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোট পাঁচ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক সাহিদুর রহমান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য মামলা দায়েরের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন- এন আর বি ব্যাংক লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাহাত শামস, প্রোপাইটার অ্যান্ড চিপ সার্ভেয়ার জিওলোজাইস সার্ভে করপোরেশনের মো. মিজানুর রহমান কনক এবং প্রোপাইটার হৃদয় কনফেকশনারির শাহীন লতিফ (গ্রাহক)।

এ সম্পর্কিত আরও খবর