বছর ব্যবধানে দারিদ্র্য কমলো ১ দশমিক ৩ শতাংশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 04:42:33

মাত্র এক বছরেই দেশে দারিদ্র্যের হার কমেছে ১ দশমিক ৩ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৫ শতাংশ যা আগের বছরে ছিল ২১.৮ শতাংশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভা শেষে দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, একই সময়ে হতদরিদ্রের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশ যা আগে ছিল ১১ দশমিক ৩ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, দারিদ্র্যের হার কমায় প্রধানমন্ত্রী একনেক সভায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর