এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 15:25:58

ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকে মিথ্যা তথ্য দিয়ে ঋণ-সুবিধা নিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ও দেশের বাইরে পাচার করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

চার্জশিট অনুমোদনের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, মিথ্যা তথ্য দিয়ে ঋণ-সুবিধা নিয়ে বিশাল অংকের টাকা আত্মসাৎ করা ও মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাবেক বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক।

আসামিরা হলেন- সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, এ কে এম শামীম (প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক দি ফারমার্স ব্যাংক লি:), গাজী সালাহউদ্দিন (সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রাক্তন ক্রেডিট প্রধান, ক্রেডিট ডিভিশন, দি ফারমার্স ব্যাংক লি:), স্বপন কুমার রায় (ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, ক্রেডিট ডিভিশন, দি ফারমার্স ব্যাংক লি:), সফিউদ্দিন আসকারী আহমেদ (ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, দি ফারমার্স ব্যাংক লি:), মোঃ লুৎফুল হক (ভাইস প্রেসিডেন্ট, দি ফারমার্স ব্যাংক লি:), মোঃ শাহজাহান, নিরঞ্জন চন্দ্র সাহা, শ্রীমতি সান্ত্রী রায় (সিমি), শ্রী রনজিৎ চন্দ্র সাহা ও মোঃ মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী)।

এদিকে আসামি মোঃ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহার নামে মঞ্জুরকৃত ঋণের ৪ কোটি টাকা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র সোনালী ব্যাংক লি:, সুপ্রিম কোর্ট শাখা, ঢাকার সঞ্চয়ী হিসাব নং- ৪৪৩৫৪৩৪০০৪৪৭৫ এ জমা হওয়ার পরে বিভিন্নভাবে স্থানান্তরিত/উত্তোলন করা হয়।

এছাড়া এজাহারনামীয় আসামি মোঃ জিয়া উদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা ব্যবস্থাপক, দি ফারমার্স ব্যাংক লি:, গুলশান করপোরেট শাখা, ঢাকা তদন্তকালে মৃত্যুবরণ করায় তাকে অত্র মামলার দায় হতে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর