অনেকেই ব্যক্তিস্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 00:17:35

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ব্যক্তি স্বার্থে অনেক মালিক গণমাধ্যমকে ব্যবহার করছেন। আমাকেও অনেকে বলেছে একটা চ্যানেল খোলার জন্য, কিন্তু আমি সেটি করিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা সেখানে দৈনিক পত্রিকা চালাচ্ছেন। অনলাইন পোর্টাল খুলে বসা তো আরও সহজ বিষয়। আপনারা (সাংবাদিক) গণমাধ্যমের মালিকদের এ বিষয়ের প্রতি খেয়াল রাখবেন, আমি এমনটাই আহ্বান জানাব। আপনার পেশার মর্যাদা আপনাদেরকেই রক্ষা করতে হবে। আমি শিশুদের মেধা মননের বিকাশের জন্য একটি চ্যানেলের অনুমতি পেয়েছি।

তিনি আরো বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় আমাদের এখানের গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে বলেই আমি বিশ্বাস করি। আমরা যদি রেটিং দেখি কোন পত্রিকার সার্কুলেশন কত, এটি একটি ভয়াবহ বিষয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করে সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ অন্যান্যরা।

 

এ সম্পর্কিত আরও খবর