শাহজালালে প্রায় সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 21:38:00

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২১ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউস সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ থাকায় গ্রীন চ্যানেলে সতর্ক অবস্থা জারি করা হয়। এরপর আনুমানিক রাত ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট নং QR638 এর যাত্রী মোহাম্মদ মুরশেদ হোসেন (EA 0179177) গ্রীন চ্যানেল পার হওয়ার সময় দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়।

পরবর্তীতে তার হাতে থাকা ক্রোকারিজ সংবলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকানো স্বর্ণালংকার শনাক্ত হয়। এরপর তার লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ টাকা।

আটক মোহাম্মদ মুরশেদ হোসেনের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর