'এসডিজি অর্জনে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণ জরুরি'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম ঢাকা | 2023-08-29 16:05:58

জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

বুধবার (২০ নভেম্বর) গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বঙ্গোপসাগর এলাকার স্থানীয় জনসাধারণের সক্ষমতা শীর্ষক ৫ম সাব রিজিওনাল ওয়ার্কশপে তিনি একথা বলেন।

কর্মশালায় শাহাব উদ্দিন বলেন, 'আমরা জানি পৃথিবী উত্তপ্ত হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। যার ফলে প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, সামুদ্রিক ঘূর্ণিঝড় ও বন্যা বেড়ে চলেছে। সেই সঙ্গে উপকূলীয় অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কমাতে যা কিছুর প্রয়োজন আমাদের সরকার তা নির্ধারণ করে কাজ করে যাচ্ছে।'

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো সম্পর্কে মন্ত্রী বলেন, 'জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের মত উন্নয়নশীল দেশগুলো দায়ী নয়। যেসব দেশের জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে তারা এসব সমাধানে এগিয়ে আসছে না। পৃথিবীর সব দেশকে এগিয়ে নিয়ে আসার জন্য দায়িত্ব নিতে হবে। এজন্য আজকের এই কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ।'

বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'বায়ু দূষণের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

বায়ু দূষণের বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আগামী ২৫ নভেম্বর আন্ত মন্ত্রণালয়ের সভা ডাকা হয়েছে বলে জানান তিনি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ, প্রিজম এর নির্বাহী পরিচালক ড. অনিরুদ্ধ দে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কান্ট্রি ডিরেক্টর ড. এ কে এম মুসা, সাঈদ মাহমুদ রিয়াদ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর