জব্দকৃত রাজিবের গাড়িতে পুলিশি নজরদারি চায় দুদক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 17:57:51

শুদ্ধি অভিযানের সময় র‍্যাবের হাতে আটক হওয়া ঢাকা উত্তরের ৩৩ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর-বসিলা) কাউন্সিলর তারিকুজ্জামান রাজিবের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) গাড়িটি জব্দ করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী৷

জব্দের পর অরক্ষিত ও অনিরাপদ অবস্থায় থাকার কারণে গাড়িটিতে পুলিশি নজরদারি চেয়ে মোহাম্মদপুর থানায় দুদকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যার নম্বর ১৪৯৩।  

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ এনে ঢাকা উত্তর সিটির কমিশনার তারেকুজ্জামান রাজিবের বিরুদ্ধে মামলা করে  দুদক।

এ সম্পর্কিত আরও খবর