আজ থেকে নতুন সড়ক আইন কার্যকর হবে: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 21:31:39

নতুন সড়ক আইন সকলকে বোঝা ও কার্যকর করার জন্য দুই সপ্তাহ শিথিল রাখা হয়েছিল। সেসময় দুদিন আগেই শেষ হয়ে গেছে। আজ থেকে সড়ক আইন কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি আরো বলেন, নতুন সড়ক আইন বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে তবে যত বাধাই আসুক না কেন আমি এগিয়ে যাবো ।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাসে, সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী আরো বলেন, 'সড়কে অবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হয়েছে। এখন আমাদের দরকার রাস্তায় শৃঙ্খলা ফেরানো। যারা রাস্তায় অপকর্ম করবে না তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই নতুন আইন নিয়ে। এই আইনের মূল উদ্দেশ্য হলো শাস্তির ভয় পেয়ে কেউ যেন আইন ভঙ্গ না করে।'

নতুন আইনের শাস্তির বিষয়ে মন্ত্রী বলেন, 'আইন অমান্য করলে প্রথমেই তাকে বড় শাস্তি দেওয়া হবে না। একই অপরাধ বারবার করলে তখন তার শাস্তির পরিমাণ বাড়বে।'

নতুন আইন কার্যকর করা অনেক চ্যালেঞ্জ হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'এ আইন বাস্তবায়ন করা যেহেতু আমাদের জন্য চ্যালেঞ্জ। তাই আমি সবাইকে অনুরোধ করবো সড়ক আইন মেনে চলার জন্য। আজ থেকে কার্যকর হচ্ছে এই আইন। সবাই মেনে নেবেন নতুন আইন।'

তিনি আরো বলেন, আইনের বিধিগুলো একেবারে হুবহু প্রথমেই বাস্তবায়ন করা হবে না। আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী যাতে নতুন আইনে কাউকে হয়রানি না করতে পারে সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামী ২৪ তারিখ মিটিংয়ে এই বিষয়ে নির্দেশনা দেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর