জাপান আমাদের পরীক্ষিত প্রকৃত বন্ধু: অর্থমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 06:33:42

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাপান আমাদের পরীক্ষিত প্রকৃত বন্ধু। বাংলাদেশ অনেক বড় আকারে জাপানি বিনিয়োগ প্রত্যাশা করে।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও জাপানি রাষ্ট্রদূত নাও‌কি ইতো’র প্র‌তি‌নি‌ধিদলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বি‌ভিন্ন বিষয় নি‌য়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে। এ বৈঠকে দুই দেশের অসম্পূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এতো বড় জাপানি বিনিয়োগকারীরা এর আগে আসেনি। বিদেশি বিনিয়োগ পেতে আগে থেকে কোনো সমস্যা না হয় সে দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে।

জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপানি বিনিয়োগকারী এ দেশে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। এবার ৭০টি জাপানি বিনিয়োগকারী বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ দেখতে এসেছে।

এ বৈঠকে কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সহযোগিতা আরো বাড়ানোর কৌশল নিয়ে কথা হয়েছে। কোনখাতে বিনিয়োগ বাড়ানো হবে তা নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তা আলোচনায় স্থান পেয়েছে। আরো বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে আসবেন।

অর্থমন্ত্রী বলেন, জাপানের বিনিয়োগ বিষয়ে দুই এক জায়গায় ভুল হয়েছিল এগুলো সমাধান না করায় সংকট সৃষ্টি হয়। তবে কোনো আইনি জটিলতা নাই। আগামীতে যেন একই ধরণের সমস্যা না হয় সে নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ অনেক বড় আকারে জাপানি বিনিয়োগ প্রত্যাশা করে।রাষ্ট্রদূত বিনিয়োগ বাড়াতে জাপানের সরকারের সঙ্গে কথা বলেছেন। মাতার বাড়ী মেট্রোরেল প্রকল্পের কাজ নিয়ে জাপানি দল সন্তুষ্টি প্রকাশ করেছে।

আড়াইহাজারে যে ইপিজেড নির্মাণ হচ্ছে তা সম্পূর্ণ জাপানি বিনিয়োগকরীর জন্য দিয়ে দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর