রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 11:59:53

রাশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে দায়িত্বরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও কনস্যুলার অ্যাফেয়ার্সের সেক্রেটারি কামরুল আহসানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হকের পদে স্থলাভিষিক্ত হবেন।

কামরুল আহসান একজন পেশাদার কূটনীতিক (বিসিএস) হিসেবে ১৯৮৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। নিজের কূটনীতিক ক্যারিয়ারে কামরুল আহসান বেইজিং, লন্ডন, ওয়াশিংটন ডিসি এবং দুবাইয়ে বাংলাদেশ মিশনে দক্ষতার সঙ্গে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

কানাডা এবং সিঙ্গাপুরে হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন কামরুল আহসান। ২০১৬ সালে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

কামরুল আহসান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজে পড়াশোনা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর