অ্যাডভোকেটশিপ পরীক্ষার দাবিতে মানববন্ধন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 18:23:53

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে অ্যাডভোকেটশিপ পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা ও প্রতি বছর নিয়মিত পরীক্ষা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদ।

সোমবার (১১ নভেম্বর) পুরান ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলা সাড়ে ১২টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষানবিশ আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি সুমনা আক্তার লিলি বলেন, আমরা আজকে ৫৫ হাজার শিক্ষানবিশ আইনজীবীর পক্ষে কথা বলতে এসেছি। আমাদের ৩ বছর ধরে কোনো পরীক্ষা হয় না। ফলে আমাদের প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে।

তিনি বলেন, আমরা আমাদের এই দাবি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই। তিনি ছাড়া কোনো বিষয়ে কেউ হস্তক্ষেপ করেন না। তাই আমাদের সবার আকুল আবেদন থাকবে যেন প্রধানমন্ত্রী খুব দ্রুত আমাদের দিকে সুদৃষ্টি দেন।

মানববন্ধনে শিক্ষানবিশ শতাধিক আইনজীবী ছাড়াও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর