দুদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে শামীম ও খালেদ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 04:35:48

অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম এবং বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের আদালতে পাঠানো হয়।

গত ২৭ অক্টোবর শামীম ও খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

রিমান্ড মঞ্জুরের পর গত রবিবার (৩ নভেম্বর) সাত দিনের রিমান্ডের জন্য দুদকে নেওয়া হয় বিতর্কিত ঠিকাদার শামীমকে। একদিন পর গত ৪ নভেম্বর দুদকে নেওয়া হয় বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে।

গত ১৮ সেপ্টেম্বর খালেদকে ও ২০ সেপ্টেম্বর শামীমকে গ্রেফতার করে র‌্যাব। ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

খালেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এ সম্পর্কিত আরও খবর