রাজধানীর ধানমন্ডিতে এক শিল্পপতির ফ্ল্যাটে গলা কেটে দুজনকে হত্যার ঘটনায় নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগমের জামাতার দেহরক্ষী বাচ্চুকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) ধানমন্ডি থানায় মামলা দায়ের খবর নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।
মামলার আসামিরা হলেন— নিহত আফরোজার মেয়ে দিলরুবার স্বামী কাজী মনির উদ্দিনের দেহরক্ষী আতিকুল হক বাচ্চু, বাড়ির নিরাপত্তাকর্মী নুরুজ্জামান, কেয়ারটেকার বেলাল, প্রিন্স এবং অজ্ঞাত এক নারী। অজ্ঞাত ওই নারী ছাড়া অন্য ৪ আসামি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যার পর ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার পঞ্চম তলায় মনির উদ্দিন নামে এক শিল্পপতির ফ্ল্যাটে জোড়া খুনের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতি (১৭)।
শিল্পপতি মনির উদ্দিন তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র একজন পরিচালক। নিহত আফরোজা বেগম সম্পর্কে তার শাশুড়ি।
আরও পড়ুন: ধানমন্ডিতে ২ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার