পেয়ারা বোঝাই পিকআপে ফেনসিডিল, আটক ৩

ঢাকা, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, আশুলিয়া (ঢাকা) | 2023-08-25 16:42:54

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ (সিপিসি-১) এর উপ-পরিদর্শক (এসআই) কোমল কুমার সাহা।

এর আগে রোববার ভোররাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। এ সময় ৫২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার দুর্গাপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৮), একই জেলার গোমস্তাপুর থানার দশিমানি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে হাবিব আলী (২৪) ও নিমতলা গ্রামের সেন্টু আলীর ছেলে নয়ন আলী (২১)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি পেয়ারা বোঝাই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ওই ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। আটকরা বিক্রির উদ্দেশে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে সাভারের আশুলিয়ায় ফেনসিডিল গুলো নিয়ে এসেছিল।

র‌্যাব-১ (সিপিসি-১) এর উপ-পরিদর্শক (এসআই) কোমল কুমার সাহা জানান, মাদক বিক্রির সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে আটকরা।

এ সম্পর্কিত আরও খবর