রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ কাণ্ডসহ অন্যান্য দুর্নীতির অভিযোগে ৩৩ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬, ৭, ১১, ১২ ও ১৩ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুদকের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দু'জন উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদি হাসান ও মো. মাহবুবুর রহমান এবং দু'জন উপ- প্রকল্প পরিচালক মো. হাসিনুর রহমান ও ড. শৌকত আকবরকে ১৩ নভেস্বর দুদকে তলব করা হয়েছে।
মূলত প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ও অস্বাভাবিক মূল্যে ক্রয়ের অভিযোগ করা হয়েছে।