ডম-ইনো বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালককে দুদকে তলব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 19:46:51

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজউকের কর্মকর্তার স্বাক্ষর জাল করে নকশা বহির্ভূত ভবন নির্মাণ, বেশি মূল্যে বিক্রি করে কম মূল্যে রেজিস্ট্রি করে সরকারি রাজস্ব ফাঁকিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডম-ইনো বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামকে দুদকে তলব করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তলব করা হয়।

চিঠিতে স্থপতি আবদুস সালামকে আগামী ১১ নভেম্বর সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হয়ে তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য প্রদানের অনুরোধ করা হয়েছে।

আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে তার বিরুদ্ধে করা অভিযোগের প্রেক্ষিতে কোনো বক্তব্য নেই বলে গণ্য করবে দুদক।

এ সম্পর্কিত আরও খবর