সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান রোববার (৩ নভেম্বর) সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসেছিলেন।
দুদকের শুভেচ্ছা দূত সাকিব দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এসে কিছুক্ষণ থাকার পর আবার বেরিয়ে যান বেলা পৌনে ১২টায়। এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি সাকিব।
এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বার্তাটোয়েন্টিফোর. কমকে বলেন, সাকিব দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুদকের শুভেচ্ছাদূত হিসেবে পূর্ব নির্ধারিত একটি বিষয়ে আলোচনা করতেই আজ দুদকে আসেন তিনি। অল্প কিছুদিনের মধ্যেই দুদকের নতুন প্রমোশনাল কাজের শুরু হবে আর সেখানে বরাবরের মতো সাকিব আল হাসান থাকবেন।
ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। এ নিষেধাজ্ঞার চার দিন পর দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এসেছিলেন সাকিব আল হাসান।