দুর্নীতির মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আনা হবে সোমবার।
বোরবার (৩ নভেম্বর) বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের একজন তদন্ত কর্মকর্তা।
পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ এনে খালেদের বিরুদ্ধে গত ২১ অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে দুদক।
এই মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ ভূঁইয়াকে দশ দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করে দুদক। আবেদনের প্রেক্ষিতে সাত দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।